ভোটের লোভে জামায়াতে ইসলামির পথভ্রষ্টতা

ভোটের লোভে বর্তমানে জামায়াতে ইসলামি পূঁজা মণ্ডপে যেতেও দ্বিধাবোধ করছে না।  আনায়াসে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানাচ্ছে আমীর থেকে শুরু করে লোকাল লেতা পর্যন্ত। নিজের প্রিয় একটি দলকে এই অবস্থায় নামতে দেখে খুব মর্মাহত হলাম৷ 

চলুন দেখি, জামায়েতের  এইসব কার্যকলাপ ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক? 

খ্রিস্টান বা অন্যান্য মুশরিকদের উৎসবগুলোতে উপস্থিত হওয়া নাজায়েয। ইবনুল কাইয়্যেম (রহঃ) বলেন: আলেমদের সর্বসম্মতিক্রমে (যারা আলেম অভিধার উপযুক্ত) মুসলমানদের জন্য মুশরিকদের উৎসবগুলোতে উপস্থিত হওয়া নাজায়েয। চার মাযহাবের ফিকাহবিদগণ তাঁদের গ্রন্থসমূহে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন...। ইমাম বাইহাকী উমর বিন খাত্তাব (রাঃ) থেকে ‘সহিহ-সনদ’ এ বর্ণনা করেছেন যে, তিনি বলেন: “মুশরিকদের উৎসবের দিনে তোমরা তাদের উপাসনালয়ে প্রবেশ করো না। কেননা তাদের উপর আল্লাহ্‌র অসন্তুষ্টি নাযিল হতে থাকে”। তিনি আরও বলেন: “তোমরা আল্লাহ্‌র শত্রুদেরকে তাদের উৎসবের দিনগুলোতে এড়িয়ে চলবে”। ইমাম বাইহাকী আব্দুল্লাহ্‌ বিন আমর (রাঃ) থেকে ‘জায়্যিদ-সনদ’ এ বর্ণনা করেন যে, তিনি বলেন: “যে ব্যক্তি বিধর্মীদের দেশে গিয়ে তাদের নওরোজ ও মেলা পালন করেছে, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করেছে এবং মৃত্যু পর্যন্ত এভাবে কাটিয়েছে কিয়ামতের দিন তাদের সাথে তার হাশর হবে।”[আহকামু আহলিয যিম্মাহ্‌ (১/৭২৩-৭২৪) সমাপ্ত].. 

Source: Islamqa.net